একটি বিশেষ অভিযানে গাজা থেকে তিন ইসরাইলি নাগরিকের মরদেহ উদ্ধার করেছে আইডিএফ। তিন বন্দির মধ্যে একজন সৈনিক শাই লেভিনসন এবং অপর দুজন বেসামরিক নাগরিক ওফরা কাইদার ও ইয়োনাতান সামেরানো। সিএনএন দাবি করেছে, দুইজন ৭ই অক্টোবরের হামলায় নিহত হয়েছিলেন। আর নোভা মিউজিক ফেস্টিভ্যাল থেকে পালিয়ে যাওয়ার সময় হামাসের হামলায় নিহত হন।