Web Analytics

আইন ও যুব উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, দেশে অন্যায়, অবিচার, নিপীড়ন, দুর্নীতি ও বৈষম্য দূর করতে হলে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। সোমবার দুপুরে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ভোটারদের আস্থা বৃদ্ধি ও গণভোট বিষয়ে সচেতনতা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, একচ্ছত্র ক্ষমতা যেন কারো হাতে না থাকে এবং কেউ যেন ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, সে জন্য ‘হ্যাঁ’ ভোট দেওয়া প্রয়োজন।

আসিফ নজরুল জানান, সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে জুলাই সনদ নির্ধারণ করা হয়েছে এবং এখন গণভোটের মাধ্যমে জনগণের মতামত জানা জরুরি। তিনি অভিযোগ করেন, গত ১৫ বছরে ফ্যাসিস্ট সরকার জনগণকে ভোট দিতে দেয়নি এবং আওয়ামী লীগ সরকার রাতের ভোট ও ডামি প্রার্থীর মাধ্যমে ক্ষমতায় ছিল। এবার সবার ভোট দেওয়ার পরিবেশ তৈরি হয়েছে এবং গণভোটের গুরুত্ব অনেক।

সভায় বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, পুলিশ সুপার মো. শাহাদত হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Card image

Related Rumors

logo
No data found yet!