বৃহস্পতিবার নাটোর জেলার বড়াইগ্রামে দুই রাউন্ড গুলি ছুড়ে মোটরসাইকেল ছিনতাই করে পালানোর সময় স্থানীয়রা পথরোধ করে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। এছাড়া ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করেছে জনতা। শুক্রবার তৌশিক আহমেদ (২৫) নামে ওই ছিনতাইকারীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বিষয়টি বড়াইগ্রাম থানার ওসি গোলাম সরওয়ার হোসেন নিশ্চিত করেছেন।