মিরপুরে জাঁকজমকপূর্ণ উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে প্রথম বিভাগ ক্রিকেট লিগ, যেখানে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব ও ওল্ড ডিওএইচএস। তবে উদ্বোধনের আড়ম্বর ছাপিয়ে যায় বয়কটের প্রভাব। পাঁচটি নির্ধারিত ম্যাচের মধ্যে তিনটি মাঠে গড়ায়নি, কারণ কয়েকটি ক্লাব নির্বাচনে অস্বচ্ছতার অভিযোগ তুলে লিগ বয়কট করে মাঠে যায়নি। ফলে প্রতিপক্ষ দলগুলো বাইলজ অনুযায়ী ওয়াকওভার পায়।
সিসিডিএমের নিয়ম অনুযায়ী পারটেক্স, গাজী টায়ার্স, আম্বার ও কলাবাগান ক্রীড়া চক্র ম্যাচে না নামায় দ্বিতীয় বিভাগে নেমে গেছে। বারিধারা ড্যাজলার্স ও ঢাকা ইউনাইটেড ওয়াকওভার পেয়ে পূর্ণ দুই পয়েন্ট পেয়েছে। যদিও বিসিবি এখনো আনুষ্ঠানিকভাবে অবনমনের ঘোষণা দেয়নি, সিসিডিএম দ্বিতীয় রাউন্ডের সূচি নতুন করে প্রকাশ করবে বলে জানিয়েছে।
বয়কটের হুমকি দেওয়া ৪৪ ক্লাবের মধ্যে আরও কয়েকটি দল পরবর্তী ম্যাচেও মাঠে না নামার সম্ভাবনা রয়েছে। এতে লিগের সূচি ও প্রতিযোগিতার ভারসাম্য ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।