Web Analytics

রাজধানীর পল্টন থানায় ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার মামলায় পলাতক আসামি ফয়সাল করিম মাসুদের সহযোগী মো. কবিরের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে গ্রেপ্তারের পর কবিরকে আদালতে হাজির করা হয়। তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী কাইয়ুম হোসেন নয়ন রিমান্ডের পক্ষে যুক্তি দেন।

শুনানিতে কবির দাবি করেন, হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলটি তার বন্ধু মাইনুদ্দিন ইসলাম শুভ কিনেছেন, তবে কেনার সময় তার আইডি কার্ড ব্যবহার করা হয়। তিনি আরও জানান, তিনি উবার চালক ছিলেন এবং ফয়সাল করিম মাসুদ তাকে বিভিন্ন স্থানে নিয়ে যেতেন। এ মামলায় ফয়সালের স্ত্রী, বান্ধবী ও শ্যালক পাঁচ দিনের রিমান্ডে রয়েছেন, আর মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নান তিন দিনের রিমান্ডে আছেন।

ঘটনাটির পেছনের উদ্দেশ্য ও জড়িতদের নেটওয়ার্ক উদঘাটনে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।

Card image

Related Rumors

logo
No data found yet!