ঈদের ছুটি শেষ হওয়ায় ঢাকায় ফিরেছে মানুষ। রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে যোগ দিচ্ছে কর্মজীবীরা। আইকিউএয়ার-এর তথ্যমতে, এমন দিনে বিশ্বের দূষিত বায়ুর শহরে শীর্ষে উঠে এসেছে ঢাকা। বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহরগুলোর মধ্যে ঢাকার পয়েন্ট সর্বাধিক ১৩৯। যা এখানকার বাতাসের মান নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। দ্বিতীয় অবস্থানে রয়েছে মিশরের রাজধানী কায়রো!