Web Analytics

শুক্রবার সকালে হবিগঞ্জ-বানিয়াচং আঞ্চলিক সড়কের রত্না বেইলি ব্রিজের দুটি পাটাতন ভেঙে পড়ে একটি পাথরবোঝাই ট্রাক আটকে যায়। এতে হবিগঞ্জ জেলা সদরের সঙ্গে বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। প্রায় অর্ধশতাধিক গ্রামের মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম সাথী জানান, দুর্ঘটনার পরপরই সড়ক ও জনপথ বিভাগ (সওজ) মেরামত কাজ শুরু করেছে। হবিগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন বলেন, ট্রাকটি অত্যন্ত ভারি হওয়ায় আনলোড করে সরানোর কাজ চলছে। রাতে ব্রিজ মেরামতের কাজ সম্পন্ন করে শনিবার সকাল নাগাদ যান চলাচল স্বাভাবিক করার আশা করা হচ্ছে।

প্রশাসন বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দিয়েছে। এই দুর্ঘটনা পুরনো বেইলি ব্রিজগুলোর স্থায়িত্ব নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে এবং দ্রুত সংস্কারের প্রয়োজনীয়তা সামনে এনেছে।

Card image

Related Rumors

logo
No data found yet!