ম্যানচেস্টার সিটি ম্যানেজার পেপ গার্দিওলা ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক একটি ডিগ্রি পেয়েছেন। সেই অনুষ্ঠানে তিনি বলেন, ‘গাজায় যা হচ্ছে, তা দেখতে অনেক কষ্ট হয়। এটা আমার পুরো শরীরকে ব্যথা দেয়। এটা কোনো আদর্শ বা রাজনৈতিক মতাদর্শের বিষয় নয়। এটা কারো সঠিক বা ভুল হওয়ারও বিষয় নয়। আসুন একটু ভাবি। এটা জীবনের প্রতি ভালোবাসা, পাশের মানুষটির জন্য যত্ন নেওয়া। চার-পাঁচ বছর বয়সী শিশু যখন বোমায় মারা যায় কিংবা হাসপাতাল আর হাসপাতাল থাকে না, তখন আমরা ভাবি এটা তো আমাদের বিষয় নয়।’ আরো বলেন, সাবধান, পরবর্তীটা আমাদেরই হবে। পরবর্তী চার-পাঁচ বছরের শিশুটি আমাদেরই হবে। দুঃখিত, কিন্তু যখন থেকে গাজায় শিশুদের দুঃস্বপ্ন শুরু হয়েছে, আমি তখন থেকে প্রতিদিন সকালে নিজের সন্তানদের মুখ দেখে ভয় পাই।