রাজধানীর রামপুরায় জুলাই বিপ্লবে ২৮ জনকে হত্যার ঘটনায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম ও মেজর মো. রাফাত বিন আলমসহ চার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচার শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে ২০ জানুয়ারি সূচনা বক্তব্যের দিন নির্ধারণ করেছে।
বুধবার কারাগার থেকে হাজির করা দুই কর্মকর্তার বিরুদ্ধে ছয়টি অভিযোগ পড়ে শোনান বিচারপতি শফিউল আলম মাহমুদ। আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান। অপর দুই আসামি—ডিএমপির সাবেক এডিসি মো. রাশেদুল ইসলাম ও রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমান—এখনও পলাতক। এর আগে ৬ ডিসেম্বর চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম অভিযোগ গঠনের শুনানি শেষ করেন।
এই মামলার বিচার শুরু হওয়ায় জুলাই বিপ্লবের সময় সংঘটিত হত্যাকাণ্ডের দায় নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম হলো। আগামী শুনানিতে সাক্ষ্য ও প্রমাণ উপস্থাপন করা হবে।
জুলাই বিপ্লবে রামপুরায় ২৮ জন হত্যার ঘটনায় চারজনের বিরুদ্ধে বিচার শুরু