দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, ১৬ ডিসেম্বর দেশ স্বাধীনের পর একটা বাহিনীর উদ্ভব ঘটল, সেটি হচ্ছে ভুয়া মুক্তিযোদ্ধা। ৫ আগস্টের পর আরেকটার উদ্ভব ঘটলো ভুয়া সমন্বয়কের। চলুন আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করি এই ভুয়া দিয়ে। প্রথমটা শুরু হোক দুদকের ভুয়া চেয়ারম্যানের বিরুদ্ধে। দুদকের প্রকৃত চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ পেলে তাকেও ধরবেন। অস্বীকার আমরা করি না, আমাদের মধ্যে কমবেশি দুর্নীতি রয়েছে। তিনি বলেন, মিথ্যাচার থেকে দুর্নীতির শুরু। আমাদের জনবল খুব কম। এখন দাবি উঠে জনবল বাড়ানোর। আরও বলেন, দুর্নীতির দুইটি দিক রয়েছে। একটি ডিমান্ড সাইট অপরটি সাপ্লাই সাইট। ডিমান্ড সাইট বলবে আমাকে কিছু ঘুস দিতে হবে আর সাপ্লাই সাইট বলবে আমি কিছু ঘুস দেব আমাকে কাজটা করে দেন। সবার আগে সাপ্লাই সাইটটা বন্ধ করতে হবে। পরে ডিমান্ড সাইট বন্ধ না হয়ে কোনো উপায় নেই।
আমাদের মধ্যে কমবেশি দুর্নীতি রয়েছে: দুদক চেয়ারম্যান