বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেওয়া ছয় লাখ ৪৭ হাজারেরও বেশি রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ১১ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলার অনুদান ঘোষণা করেছে যুক্তরাজ্য ও কাতার। এই যৌথ সহায়তা মানবিক ত্রাণ কার্যক্রম জোরদার ও পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখবে বলে জানানো হয়েছে।
ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের এক বিবৃতিতে বলা হয়, দুই দেশ একসঙ্গে নিরাপদ, স্বাস্থ্যকর ও টেকসই সম্প্রদায় গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। এই তহবিলের মাধ্যমে ঝুঁকিপূর্ণ রোহিঙ্গা পরিবারগুলোর জীবনমান উন্নয়ন এবং শরণার্থী শিবির ও আশপাশের এলাকায় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহের মাধ্যমে বন উজাড় রোধে সহায়তা করা হবে।
২০১৭ সালে মিয়ানমার থেকে রোহিঙ্গাদের আগমনের পর কক্সবাজার বিশ্বের অন্যতম বৃহৎ বাস্তুচ্যুত জনগোষ্ঠীর আবাসস্থল হয়ে ওঠে। নতুন এই সহায়তা উদ্যোগ দীর্ঘমেয়াদি মানবিক সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার ধারাবাহিকতা বজায় রাখবে।
রোহিঙ্গা ও স্থানীয়দের সহায়তায় কক্সবাজারে যুক্তরাজ্য-কাতারের ১১.২ মিলিয়ন ডলার অনুদান