রংপুরে বিক্ষোভ চলাকালে পুলিশের ধাওয়ায় মুদি দোকানদার ছমেছ উদ্দিনের মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহমুদুল হক জামিন পেয়েছেন। মহানগর দায়রা জজ আদালত তার জামিন মঞ্জুর করেন। আইনজীবীর দাবি, মামলার বাদী আসামিকে চেনেন না এবং সরাসরি তার নামও উল্লেখ করেননি। শিক্ষার্থী ও সহকর্মীরা মামলাটিকে ষড়যন্ত্রমূলক দাবি করে প্রতিবাদ জানান। মামলার পরবর্তী শুনানি ২ জুলাই, যেদিন তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে।
বেরোবি শিক্ষক মাহমুদুল হক হত্যা মামলায় জামিন পেয়েছেন