বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) আগামী ১৪ জানুয়ারি প্রথমবারের মতো ৭০০ মেগাহার্জ রেডিও ফ্রিকুয়েন্সি ব্যান্ডের নিলাম আয়োজন করতে যাচ্ছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য জানিয়ে একে দেশের টেলিযোগাযোগ খাতের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। প্রায় ১১ হাজার কোটি টাকার এই ব্যান্ড দীর্ঘদিন ব্যবহারহীন ছিল নানা জটিলতার কারণে। বিটিআরসি, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং অর্থ মন্ত্রণালয়ের সমন্বিত প্রচেষ্টায় এবার তা নিলামের জন্য প্রস্তুত হয়েছে। ৭০০ মেগাহার্জ ব্যান্ড ব্যবহারে কম সংখ্যক টাওয়ার দিয়েই বিস্তৃত এলাকায় উচ্চগতির ইন্টারনেট সেবা প্রদান সম্ভব হবে। এটি শহর ও গ্রামীণ এলাকায় ফোরজি ও ফাইভজি নেটওয়ার্ক সম্প্রসারণ, ইনডোর সংযোগ উন্নয়ন এবং ডিজিটাল সংযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশ্বব্যাপী এই ব্যান্ডকে ‘গোল্ডেন ব্যান্ড’ হিসেবে বিবেচনা করা হয়।
দেশজুড়ে ফোরজি ও ফাইভজি নেটওয়ার্ক সম্প্রসারণে জানুয়ারিতে ৭০০ মেগাহার্জ ব্যান্ড নিলাম করবে বিটিআরসি