জামায়াত নেতা অধ্যাপক মজিবুর রহমান বলেন, বিগত ৫৪ বছর ধরে এ দেশের মানুষ শান্তিতে ছিল না। চব্বিশের ৫ আগস্ট ছাত্ররা সেই অশান্তি থেকে মানুষকে মুক্ত করেছে। বিগত নির্বাচনের মধ্যে ২০১৪ সালের তামাশার নির্বাচন, ২০১৮ সালের দিনের ভোট রাতে, আর ২০২৪ এর ভোটারশুন্য নির্বাচন এ দেশে আর হতে দেওয়া হবে না। ভোট ডাকাতির নির্বাচন আর এ দেশে হতে দেবে না জামায়াত। তিনি বলেন, আগামী এপ্রিলে সরকার নির্বাচনের ঘোষণা দিয়েছে। আমরা চাই, আগে অপরাধীদের বিচার, এরপর সংস্কার, তারপর নির্বাচন।
আগামী এপ্রিলে সরকার নির্বাচনের ঘোষণা দিয়েছে। আমরা চাই, আগে অপরাধীদের বিচার, এরপর সংস্কার, তারপর নির্বাচন: মজিবুর রহমান