এক সংবাদ সম্মেলনে এনবিআরে চলমান অচলাবস্থার অবসানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে আন্দোলনরত ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’। এছাড়া ২৭ জুনের মধ্যে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানের অপসারণের আলটিমেটাম দেওয়া হয়েছে। তা না হলে ২৮ জুন থেকে এনবিআরসহ সারা দেশের শুল্ক ও কর কার্যালয়ে লাগাতার ‘শাটডাউন’ কর্মসূচি শুরু হবে। এ ছাড়া ২৮ জুন সারা দেশ থেকে ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি দেওয়া হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডে চলমান অচলাবস্থার অবসানে প্রধান উপদেষ্টার জরুরি হস্তক্ষেপ কামনা করেছে আন্দোলনরত ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’।