উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের খোঁজ নিতে সোমবার বিকালে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে দগ্ধদের অবস্থা ও চিকিৎসা সম্পর্কে খোঁজ নেন। এ ঘটনায় অর্ধশতাধিক শিক্ষার্থী দগ্ধ হয়েছেন, যাদের অধিকাংশকেই বার্ন ইনস্টিটিউটসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই মাইলস্টোন স্কুলের অ্যাকাডেমিক ভবনে বিধ্বস্ত হয় এবং আগুন ধরে যায়।
উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের খোঁজ নিতে সোমবার বিকালে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।