বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইউ) ১৪ জন সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে, যাদের মধ্যে রয়েছেন এপি ও ইউএনবির ব্যুরো প্রধান জুলহাস আলম ও ফরিদ হোসেন। তাদের ব্যক্তিগত ও ব্যবসায়িক হিসাবের তথ্য ৭ কার্যদিবসের মধ্যে জমা দিতে বলা হয়েছে। সম্প্রতি সাংবাদিকদের বিরুদ্ধে নানা পদক্ষেপের অংশ হিসেবে এই তদন্ত চলছে, যা ক্ষমতাসীন আওয়ামী লীগের দুর্নীতির অনুসন্ধানের সঙ্গে যুক্ত বলে ধারণা করা হচ্ছে।