দক্ষিণ লেবাননের আয়তা আল-জাবাল, তায়বেহ, তায়ের দেব্বা ও জাওতার-আল-শারকিয়া শহরে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এই হামলায় অন্তত একজন নিহত ও নয়জন আহত হয়েছেন। লেবাননের দাবি, এটি ২০২৪ সালের নভেম্বরে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, হামলার লক্ষ্য ছিল হিজবুল্লাহর সামরিক স্থাপনা, তবে লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বলছে, যুদ্ধবিমানগুলো বেসামরিক এলাকায় হামলা চালিয়েছে। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এই হামলাকে আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে নিন্দা জানিয়ে বলেন, “ইসরাইল আমাদের বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে দিচ্ছে।” অন্যদিকে হিজবুল্লাহ জানিয়েছে, তারা এখনো যুদ্ধবিরতি চুক্তিতে অটল থাকলেও ইসরাইলি হামলার মুখে আর নীরব থাকবে না এবং আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবে। ২০২৪ সালের যুদ্ধবিরতি অনুযায়ী ইসরাইলের দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহারের কথা থাকলেও এখনো পাঁচটি সীমান্ত চৌকিতে তাদের উপস্থিতি রয়েছে। যুদ্ধবিরতির পর থেকে প্রায় প্রতিদিনই ইসরাইল বিমান হামলা চালিয়ে আসছে। ২০২৪ সালের পুনঃসংঘাতে এখন পর্যন্ত চার হাজারের বেশি লেবানিজ নিহত ও প্রায় সতেরো হাজার আহত হয়েছেন, যা পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে গভীরভাবে নাড়া দিয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।