ভারতের নাগপুরের ৫৩ বছর বয়সী নিউরোসার্জন ডা. চন্দ্রশেখর পাখমোডে বুধবার ভোরে নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ হিসেবে তীব্র হার্ট অ্যাটাকের কথা জানানো হয়েছে। সহকর্মী ও পরিবার সূত্রে জানা যায়, তিনি নিয়মিত ব্যায়াম করতেন এবং সম্প্রতি করা স্বাস্থ্য পরীক্ষায় রক্তচাপ, সুগার ও ইসিজি রিপোর্ট ছিল সম্পূর্ণ স্বাভাবিক। এই আকস্মিক মৃত্যু চিকিৎসক সমাজে গভীর শোক ও উদ্বেগ সৃষ্টি করেছে।
কার্ডিওলজি বিশেষজ্ঞদের মতে, ইসিজি পরীক্ষায় হৃদযন্ত্রের বৈদ্যুতিক কার্যক্রম দেখা যায়, কিন্তু ধমনিতে জমে থাকা চর্বি বা নীরব ঝুঁকি এতে ধরা পড়ে না। দীর্ঘদিনের মানসিক চাপ, অনিয়মিত ঘুম ও অতিরিক্ত কর্মব্যস্ততা হঠাৎ হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে, বিশেষ করে চিকিৎসা পেশার মতো উচ্চ চাপের কাজে যুক্তদের ক্ষেত্রে।
বিশেষজ্ঞরা পরামর্শ দেন, শুধুমাত্র স্বাভাবিক রিপোর্টের ওপর নির্ভর না করে বয়স ও ঝুঁকি অনুযায়ী নিয়মিত পূর্ণাঙ্গ হৃদরোগ স্ক্রিনিং করা উচিত। নিয়মিত চিকিৎসকের পরামর্শ, স্ট্রেস নিয়ন্ত্রণ ও উন্নত পরীক্ষা-নিরীক্ষাই হৃদরোগ প্রতিরোধে কার্যকর হতে পারে।
স্বাভাবিক রিপোর্ট থাকা সত্ত্বেও নাগপুরের ফিট নিউরোসার্জনের আকস্মিক হার্ট অ্যাটাকে মৃত্যু