বিএনপি নেতা আমিনুল হক বলেন, জনগণ ও বিএনপিসহ যুগপৎ আন্দোলনের সব রাজনৈতিক দল আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। অনতিবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। তিনি বলেন, আপনারা সংস্কার চান, আমরাও অনেক আগে থেকেই সংস্কার চাই। এদেশের সাধারণ মানুষ সংস্কার চায়। কিন্তু সেটা হতে হবে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকারের অধীনে। কারণ সংস্কার ও বিচারের নামে গত ১০ মাসে এখন পর্যন্ত আপনারা কোনো সংস্কার করতে পারেন নাই। আপনারা স্বৈরাচারের মিত্রদের বিচার করতে পারেন নাই। এছাড়া এই নেতা অর্থনৈতিক অবস্থার দুর্বলতা এবং অস্থিতিশীলতা কাটিয়ে উঠতে নির্বাচন প্রয়োজন বলে জানান।
বিএনপিসহ যুগপৎ আন্দোলনের সব রাজনৈতিক দল আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। অনতিবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন: আমিনুল হক