Web Analytics

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার সোমবার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আ স ম জমশেদ খোন্দকারের কাছে মনোনয়নপত্র জমা দেন। খুলনা-১, খুলনা-২ ও খুলনা-৬ আসনেও জামায়াতের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মনোনয়ন জমা দেওয়ার পর মিয়া গোলাম পরওয়ার বলেন, জাতি এখন পরিবর্তন চায় এবং অতীতে যারা ক্ষমতায় ছিল তারা সেই পরিবর্তন আনতে পারবে না। তিনি জানান, জামায়াতে ইসলামি আটদলীয় সমঝোতার ভিত্তিতে নির্বাচনে অংশ নিচ্ছে, যা সম্প্রতি দশদলে সম্প্রসারিত হয়েছে। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

খুলনা-১ আসনে হিন্দু প্রার্থী কৃষ্ণ নন্দীকে ঘিরে আলোচনার প্রসঙ্গে তিনি বলেন, জামায়াতের রাজনীতি ধর্ম নয়, ন্যায় ও সুশাসনের ভিত্তিতে পরিচালিত। তিনি সকল ধর্মাবলম্বীকে এই দর্শনে যুক্ত হওয়ার আহ্বান জানান এবং জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।

29 Dec 25 1NOJOR.COM

খুলনা-৫ আসনে মনোনয়ন জমা, সুষ্ঠু নির্বাচনে ঐক্যের আহ্বান জানালেন মিয়া গোলাম পরওয়ার

Person of Interest

logo
No data found yet!