গাজায় ত্রাণ নিয়ে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ‘মিকেনো’ জাহাজে ইসরায়েলি নৌবাহিনী জলকামান নিক্ষেপ করেছে বলে জানা গেছে। অধিকারকর্মী মুহাম্মদ হুজাইফা কুকুকায়াতেকিন জানান, ইসরায়েলি জাহাজটি প্রায় ১০ মিনিট ধরে তাদের অনুসরণ করে এবং পরে জাহাজ ও কর্মীদের ভিজিয়ে দেয়। এতে যাত্রীরা বিপাকে পড়েন। ইতিমধ্যে বেশিরভাগ ফ্লোটিলা আটক করেছে ইসরায়েল, দাবি করেছে অবরোধ ভাঙার চেষ্টা প্রতিহত করা হয়েছে। ৪০টির বেশি জাহাজ ও ৪৪ দেশের প্রায় ৫০০ কর্মী এই মানবিক মিশনে অংশ নিয়েছেন।
ইসরায়েলি নৌবাহিনীর জলকামান গাজার ত্রাণবাহী ফ্লোটিলা জাহাজে