রাজধানীর মোহাম্মদপুরের কুখ্যাত সন্ত্রাসী মো. মনির হোসেন ওরফে ‘রক্তচোষা জনি’কে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব-২। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র্যাব জানায়, জনি ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর এলাকায় চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন, মারধর ও অস্ত্রের মহড়া চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। র্যাব-২ এর বসিলা সদর দপ্তরে শুক্রবার দুপুরে এ বিষয়ে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলন হবে। উল্লেখ্য, ২০২৩ সালের সেপ্টেম্বরে মোহাম্মদপুর থানা পুলিশ পিস্তল, গুলি ও হেরোইনসহ জনিকে গ্রেফতার করেছিল। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, এই অভিযান রাজধানীতে সন্ত্রাস দমনে চলমান প্রচেষ্টার অংশ।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।