চলতি বছর অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৫তম সাফ চ্যাম্পিয়নশিপ, তবে আয়োজক দেশ হিসেবে বাংলাদেশ এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি। সাফ কর্তৃপক্ষ ঢাকাকে সম্ভাব্য ভেন্যু হিসেবে বিবেচনা করছে, কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও সাফ নির্বাহী কমিটির অনুমোদন না পাওয়া পর্যন্ত বিষয়টি নিশ্চিত নয়। গত বছর স্থগিত হওয়া এই টুর্নামেন্ট এবার সেপ্টেম্বর-অক্টোবরের আন্তর্জাতিক উইন্ডোতে অনুষ্ঠিত হতে পারে। ১৪ জানুয়ারির বাফুফে সভায় সিদ্ধান্ত নেওয়ার কথা থাকলেও, ওই দিন ২০২৬ বিশ্বকাপের ট্রফি আসায় সভাটি স্থগিত হয়েছে।
বাফুফের সহসভাপতি ও মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম জানান, ট্রফি চলে যাওয়ার পর সভা অনুষ্ঠিত হবে এবং সাফ আয়োজক হওয়া না হওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে। তবে রাজনৈতিক কারণে ভারত বাংলাদেশে খেলতে আসবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফলে সাফের ভেন্যু বাংলাদেশ থেকে অন্য দেশে সরিয়ে নেওয়ার সম্ভাবনাও রয়েছে।
বাংলাদেশ যদি আয়োজক হতে পারে, তবে এটি হবে ২০১৮ সালের পর দেশের প্রথম সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন।
সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজনে বাংলাদেশে অনিশ্চয়তা ও রাজনৈতিক সংশয়