ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসে উপাচার্য ড. নিয়াজ আহমদ খান বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানকে ১৯৫২ ও ১৯৭১ সালের ঐতিহাসিক আন্দোলনের সঙ্গে তুলনার অপচেষ্টা প্রতিহত করা হবে। তিনি বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক ভূমিকা ও শিক্ষার মান উন্নয়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। ২০২৪ সালের ঘটনাবলি গবেষণায় কেন্ট স্টেট ইউনিভার্সিটির সঙ্গে যৌথ উদ্যোগের ঘোষণাও দেওয়া হয়। আলোচনায় অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা তুলে ধরা হয়। শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কেক কেটে দিবসটি উদযাপন করা হয়।
১৯৫২, ১৯৭১ ও ২০২৪ সালের অপতুলনা রুখে দেওয়ার ঘোষণা ঢাবি উপাচার্যের