মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, কেউ নারীদের পেছনে ফেলার চেষ্টা করলে মনে রাখতে হবে—জুলাই বারবার ফিরে আসবে। তিনি জানান, নারী ও শিশুদের জন্য নিরাপদ দেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ‘জুলাই কন্যা দিবস’ উপলক্ষে রিকশা র্যালির সমাপনী বক্তব্যে তিনি এসব বলেন। ফরিদা আখতার বলেন, পুরুষতন্ত্র এখনও নারীদের বাধা দিচ্ছে এবং মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে তা সরকারের ব্যর্থতা হবে। তিনি রিকশাচালকদের অবদান স্মরণ করে তাদের কৃতজ্ঞতা জানান।
কোনো গোষ্ঠী যদি নারীদের পেছনে ফেলার চেষ্টা করে, তবে তাদের মনে রাখা উচিত—জুলাই বারবার ফিরে আসবে: ফরিদা আখতার