এটিএম আজাহারুল ইসলাম বলেছেন, আমি বিনা দোষে ১৪ বছর কারাবরণ করার পর মুক্ত হয়ে আমার এলাকায় এসেছি। এলাকাবাসীসহ দেশবাসীকে ধন্যবাদ জানাই। আমি এখন মুক্ত, আমি এখন স্বাধীন আর স্বাধীন বাংলাদেশেই আছি। তিনি বলেন, জনসমর্থন থাকলে নাকি কেউ পালায় না, যারা বড় বড় কথা বলেছে তারাই দেশ ছেড়ে পালিয়েছে। আমিও পালাইনি আর আমাদের কেউ পালায়নি। আরও বলেন, আমার বিরুদ্ধে যারা অভিযোগ গঠন করেছে তারা করতেই পারে; কিন্তু বিচারপতি যারা হবেন তাদের তো বিবেক থাকা দরকার। তিন কিলোমিটার দূর থেকে তারা নাকি আমাকে দেখেছেন- এটা কি সম্ভব। যারা সাক্ষী দিয়েছেন তারা মিথ্যা সাক্ষী দিতেই পারেন। বিচারপতির বিবেক গেল কোথায়।
জনসমর্থন থাকলে নাকি কেউ পালায় না, যারা বড় বড় কথা বলেছে তারাই দেশ ছেড়ে পালিয়েছে। আমিও পালাইনি আর আমাদের কেউ পালায়নি: এটিএম আজাহারুল ইসলাম