Web Analytics

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির জাতীয় নিরাপত্তার প্রতি যেকোনো হুমকি মোকাবেলায় ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন। বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানায়। লাহোর গ্যারিসন পরিদর্শনের সময় সেনা সদস্যদের উদ্দেশে বক্তব্যে মুনির পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবেলায় সেনাবাহিনীর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

আইএসপিআর জানায়, সেনাপ্রধান বলেন, সশস্ত্র বাহিনী পাকিস্তানের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও অভ্যন্তরীণ স্থিতিশীলতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। তিনি শৃঙ্খলা, উৎকর্ষতা ও নিঃস্বার্থভাবে জাতীয় সেবা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

এর আগে সেনাবাহিনীর মুখপাত্র অভিযোগ করেন, আফগানিস্তান সন্ত্রাসী ও রাষ্ট্র-বহির্ভূত শক্তির কেন্দ্রস্থলে পরিণত হয়েছে এবং ২০২১ সালে ক্ষমতায় আসা তালেবান সরকার এসব গোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে।

08 Jan 26 1NOJOR.COM

জাতীয় নিরাপত্তায় সব হুমকি মোকাবেলায় জিরো টলারেন্স ঘোষণা পাকিস্তান সেনাপ্রধানের

Person of Interest

logo
No data found yet!