কাদের সিদ্দিকী বলেন, ২০২৪ সালের গণ আন্দোলন স্বাধীনতার কাছাকাছি। তবে আন্দোলনের সেই বীরদের কার্যকলাপে দেশবাসী এখন অতিষ্ঠ। তিনি সংবাদ সম্মেলনে ডিআরইউ থেকে ভাই লতিফ সিদ্দিকীসহ কয়েকজনকে আটকের প্রতিবাদ জানান। দাবি করেন মুক্তির। কাদের সিদ্দিকী বলেন, আমি তো ভেবেছিলাম, তাদের এই বিজয় হাজার বছর চিরস্থায়ী হবে কিন্তু এক বছরে তাদের এই বিজয় ধ্বংসের দিকে চলে যাবে—এইটা আমরা আশা করিনি। আর যদি বলা যায় আওয়ামী দোসর থেকে এই স্বৈরাচাররাই তো বড় স্বৈরাচার। তারা মানুষকে কথা বলতে দিচ্ছে না, মত প্রকাশ করতে দিচ্ছে না। বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের অবস্থা তৈরি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানান তিনি।
২০২৪ সালের গণ আন্দোলন স্বাধীনতার কাছাকাছি। তবে আন্দোলনের সেই বীরদের কার্যকলাপে দেশবাসী এখন অতিষ্ঠ: কাদের সিদ্দিকী