চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন এক বিজ্ঞপ্তিতে জানান, চাঁদপুর জেলা সুস্বাদু ইলিশ মাছের জন্যে বিখ্যাত। চাঁদপুর জেলার ইলিশের নাম করে বিভিন্ন অসাধু ব্যবসায়ী ভুয়া ফেসবুক পেজ খুলে প্রতিনিয়ত দেশবাসীকে প্রতারণা করে যাচ্ছে। জেলা প্রশাসন চাঁদপুর এ ধরণের প্রতারণা রোধে ইলিশ মাছ অনলাইন ব্যবসায়ীদের তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে। ইলিশের অনলাইন ব্যবসার জন্যে আগ্রহী প্রার্থীগণকে জেলা প্রশাসকের কার্যালয় হতে যোগ্যতা সাপেক্ষে নির্ধারিত ফরমে এ আবেদন করতে হবে। তিনি বলেন, প্রতারণা ঠেকাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করছি, এর সুফল সারাদেশের মানুষ পাবে।
চাঁদপুরে থেকে অনলাইনে ইলিশ বিক্রি করতে নিতে হবে জেলা প্রশাসনের নিবন্ধন: জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন