বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বাংলাদেশ থেকে একটি ফ্যাসিবাদ সরকার গুম-খুন করে বিদায় হয়েছে। তাদেরকে জনগণ আর বাংলার মাটিতে দেখতে চায় না। বিএনপি যখন যে ওয়াদা করে আল্লাহর রহমতে সে ওয়াদা পূরণ করেছে। টুকু বলেন, আমাদের প্রিয় নেতা তারেক রহমান ৩১ দফা জাতির সামনে ইতোমধ্যেই উপস্থাপন করেছেন। সেই ৩১ দফাতে প্রত্যেক এলাকাতে প্রতিটি ঘরে ঘরে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা চিন্তা করেছেন। বিএনপি যদি আল্লাহর রহমতে জনগণের ভোটে নির্বাচিত হয়, তাহলে প্রতিটি এলাকাতে প্রতিটি ঘরে ঘরে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে।
বাংলাদেশ থেকে একটি ফ্যাসিবাদ সরকার গুম-খুন করে বিদায় হয়েছে। তাদেরকে জনগণ আর বাংলার মাটিতে দেখতে চায় না: সালাউদ্দিন টুকু