টাঙ্গাইলে শেখ হাসিনার বিরুদ্ধে ডামি নির্বাচন ও ভোট চুরির অভিযোগে দায়ের করা মামলা বাদী নিজেই মামলা করার ৪৮ ঘন্টার মধ্যেই প্রত্যাহার করে নিয়েছেন। প্রত্যাহার বিষয়ে পরবর্তী ধার্য তারিখের আদেশ দেন আদালত। আইনজীবী আবু রায়হান খান বলেন, 'শেখ হাসিনাকে প্রধান আসামি করে মোট ১৯৩ জনের বিরুদ্ধে গত সোমবার এ মামলা করা হয়। আদালত ওসিকে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। পরে বুধবার বাদী আদালতে এসে মামলাটি প্রত্যাহারের দরখাস্ত দিয়েছেন।' মামলার বাদী কামরুল হাসান (৫৫), তিনি অলোয়া ইউনিয়ন বিএনপির সভাপতি। আবু রায়হান খান বলেন, মামলা দায়েরের পর বাদী কামরুল হাসান পারিবারিকসহ নানামুখী চাপে অসুস্থ হয়ে পড়েন। তিনি এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। এজন্য মামলা পরিচালনা করতে অপারগতা জানিয়ে প্রত্যাহারের সিদ্ধান্ত নেন।
হাসিনার বিরুদ্ধে ভোট চুরির অভিযোগে করা মামলা প্রত্যাহার করলেন বাদী ইউনিয়ন বিএনপির সভাপতি, ভুগছেন নিরাপত্তাহীনতায়