লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও গোলাবারুদসহ শীর্ষ সন্ত্রাসী ‘বেলজিয়াম সুমন’কে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি ২০২৬) দুপুরে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের হানিফ মিয়াজির হাট এলাকায় সদর আর্মি ক্যাম্পের মেজর মো. রাহাত খানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি রাইফেল অ্যামোনিশন, ১টি পিস্তল অ্যামোনিশন, ১টি বাইনোকুলার, ২টি বাটন মোবাইল, ৩টি দেশীয় অস্ত্র, ১টি রাউটার, ১টি চাকু ও ১টি হাতুড়ি উদ্ধার করা হয়। পরে তাকে চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
মেজর রাহাত খান জানান, সুমন উত্তর জয়পুর ইউনিয়নের কংশ নারায়নপুর গ্রামের সিরাজের ছেলে। তার বিরুদ্ধে হত্যা ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে এবং সে জামিনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তার অস্ত্র বেচা-কেনার সঙ্গে জড়িত থাকার তথ্য পেয়ে অভিযান পরিচালনা করা হয়। যদিও অস্ত্র উদ্ধার হয়নি, সুমন অস্ত্র বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাকে চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
লক্ষ্মীপুরে দেশীয় অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী বেলজিয়াম সুমন গ্রেপ্তার