ঘন কুয়াশার কারণে বরিশাল থেকে ঢাকাসহ দেশের সব রুটে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। রোববার সন্ধ্যা ৭টার দিকে এ সিদ্ধান্ত নেওয়া হয়, যা বরিশালের অভ্যন্তরীণ রুটসহ সব নৌপথে কার্যকর হয়েছে। হঠাৎ এই সিদ্ধান্তে হাজারো যাত্রী লঞ্চঘাট ত্যাগ করতে বাধ্য হন। কর্তৃপক্ষ জানিয়েছে, নৌ দুর্ঘটনা রোধ ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিআইডব্লিউটিএ সূত্র জানায়, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যাওয়ায় জরুরি ভিত্তিতে লঞ্চ চলাচল বন্ধ করা হয়েছে। বরিশাল লঞ্চ মালিক সমিতি জানিয়েছে, রাত ৯টার দিকে ঢাকাগামী পাঁচটি লঞ্চের যাত্রা বাতিল করা হয়েছে এবং কেবিন যাত্রীদের টিকিট ফেরত দেওয়া হয়েছে। যাত্রীরা জানান, হঠাৎ লঞ্চ বন্ধ হওয়ায় নির্ধারিত সময়ে ঢাকায় পৌঁছানো সম্ভব হচ্ছে না এবং বাসের টিকিটও মিলছে না।
বিআইডব্লিউটিএ জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বরিশালের সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ থাকবে।
ঘন কুয়াশায় নিরাপত্তার কারণে বরিশালের সব যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ