Web Analytics

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে এমপি হতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আপন দুই ভাই। বৃহস্পতিবার ফিরোজ হায়দার খান এবং রোববার তার ছোট ভাই দিপু হায়দার খানের পক্ষে তাদের কর্মী-সমর্থকরা মনোনয়নপত্র সংগ্রহ করেন। মির্জাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহানাজ আক্তার ২১ ডিসেম্বর বিষয়টি নিশ্চিত করেন।

ফিরোজ হায়দার খান বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি ও টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য। অন্যদিকে দিপু হায়দার খান বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং টাঙ্গাইল জেলা কৃষক দলের আহ্বায়ক। বিএনপির মনোনয়ন না পেলেও দিপু স্বতন্ত্রভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

একই পরিবারের দুই সদস্যের একই আসনে প্রতিদ্বন্দ্বিতার আগ্রহ স্থানীয় রাজনীতিতে আলোচনার জন্ম দিয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির অভ্যন্তরীণ মনোনয়ন প্রক্রিয়া আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে পারে এবং চূড়ান্ত প্রার্থী তালিকা দলীয় যাচাই শেষে ঘোষণা করা হবে।

Card image

Person of Interest

logo
No data found yet!