Web Analytics

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশিদের হাতে না দেওয়ার দাবিতে বন্দর রক্ষা পরিষদ মশাল মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার সন্ধ্যায় নগরীর বড় পোল এলাকায় পোর্ট কানেকটিং সড়কে এই মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সরকার উন্নয়নের নামে লাভজনক টার্মিনালগুলো বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করছে। গণসংহতি আন্দোলনের নেতা হাসান মারুফ রুমী বলেন, বন্দর ইতিমধ্যে ২১ শতাংশ বেশি আয় করেছে, তাই দক্ষতা বৃদ্ধির অজুহাতে বিদেশিদের কাছে ইজারা দেওয়া অগ্রহণযোগ্য। পরিষদ কর্তৃপক্ষকে ৪০ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়ে হুঁশিয়ারি দেয় যে, তা না হলে ২০ নভেম্বর সংবাদ সম্মেলনে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। বক্তারা বলেন, বে টার্মিনালে বিদেশি বিনিয়োগে আপত্তি না থাকলেও এনসিটি ও সিসিটির মতো লাভজনক টার্মিনাল বিদেশিদের দেওয়া যাবে না।

19 Nov 25 1NOJOR.COM

চট্টগ্রাম বন্দরের টার্মিনাল বিদেশিদের না দেওয়ার দাবিতে বন্দর রক্ষা পরিষদের কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

Person of Interest

logo
No data found yet!