চট্টগ্রামে পুলিশের হেফাজত থেকে হত্যা ও মাদক মামলার দুই আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবারে আদালতে হাজিরা শেষে প্রিজনভ্যানে তোলার সময় এ ঘটনা ঘটে। পলাতক আসামিরা হলেন- মো. ইকবাল হোসেন ইমন ও আনোয়োর হোসেন। পুলিশের দেওয়া তথ্যমতে, অনলাইন জুয়ার টাকা লেনদেনের জেরে জাহেদকে শ্বাসরোধে হত্যা করা হয়। ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় ইকবাল হোসেন ইমনকে গ্রেফতার করা হয়। আর আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয় মাদক মামলায়।
চট্টগ্রাম আদালত পুলিশের হেফাজত থেকে পালিয়ে গেল দুই আসামি