Web Analytics

চট্টগ্রামের চট্টেশ্বরী সড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। শনিবার সকালে বার্জার কালার পেইন্টস অফিসের সামনে হঠাৎ মিছিল বের করে নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন সদস্য, এসময় ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। ওই সময় টহল ডিউটিতে থাকা এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও তিন কনস্টেবল মিছিলটি দেখলেও ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাননি বলে অভিযোগ ওঠে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিছিলের ভিডিও ছড়িয়ে পড়লে ঘটনাটি প্রকাশ্যে আসে। সিএমপির জনসংযোগ শাখার সহকারী পুলিশ কমিশনার আমিনুর রশিদ জানান, দায়িত্বে অবহেলার কারণে তাদের প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া চারজনের মধ্যে দুইজন চকবাজার থানার সদস্য, অন্য দুইজন কোন থানায় কর্মরত ছিলেন তা জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা সরে যায়।

Card image

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।