মিনেসোটার এক ফেডারেল বিচারক রাজ্যে মোতায়েন করা মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগ (আইসিই) এজেন্টদের বিক্ষোভকারী ও পর্যবেক্ষকদের বিরুদ্ধে ব্যবহৃত কিছু কৌশল সীমিত করার নির্দেশ দিয়েছেন। মার্কিন জেলা বিচারক কেট মেনেন্ডেজের জারি করা আদেশে বলা হয়েছে, যুক্তিসঙ্গত সন্দেহ ছাড়া শান্তিপূর্ণ বিক্ষোভকারী বা পর্যবেক্ষকদের গ্রেপ্তার বা আটক করা যাবে না। এছাড়া শান্তিপূর্ণ অংশগ্রহণকারীদের বিরুদ্ধে পেপার স্প্রে, টিয়ার গ্যাস বা অন্যান্য ভিড় নিয়ন্ত্রণ অস্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগকে (ডিএইচএস) ৭২ ঘণ্টার মধ্যে মিনিয়াপোলিসে তাদের কার্যক্রম এই নির্দেশনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে বলা হয়েছে।
এই রায়টি আসে এমন এক সময়ে যখন আইসিই এজেন্টের গুলিতে ৩৭ বছর বয়সী তিন সন্তানের মা রেনি নিকোল গুড নিহত হওয়ার পর উত্তেজনা বেড়ে যায়। তিনি স্থানীয় কর্মীদের সংগঠিত এক পাড়ার টহলে অংশ নিচ্ছিলেন, যা আইসিই কার্যক্রম পর্যবেক্ষণ করছিল। এই সিদ্ধান্ত মিনিয়াপোলিসের কর্মীদের জন্য একটি আইনি জয় হিসেবে দেখা হচ্ছে, ট্রাম্প প্রশাসন এলাকায় ২,০০০ অভিবাসন এজেন্ট মোতায়েন করার দুই সপ্তাহ পর। বর্তমানে এই সংখ্যা প্রায় ৩,০০০-এ পৌঁছেছে, যা স্থানীয় পুলিশের তুলনায় অনেক বেশি।
এদিকে, চলমান বিক্ষোভের মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প সামরিক বাহিনী মোতায়েনের জন্য ইনসারেকশন অ্যাক্ট প্রয়োগের হুমকি দিয়েছেন, যদিও তিনি বলেছেন যে এখনই এর প্রয়োজন নেই।
মিনেসোটায় গুলির ঘটনার পর বিক্ষোভে আইসিই কৌশল সীমিতের নির্দেশ