১৮ ফেব্রুয়ারি কুয়েট (খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। তারা বিশ্ববিদ্যালয় হলগুলো প্রদক্ষিণ করে উপাচার্যের বাসভবন ঘেরাও করে। এর প্রতিক্রিয়ায় ছাত্রদল কর্মীরা আন্দোলনকারীদের ওপর হামলা চালায়, যা সংঘর্ষে রূপ নেয় এবং এতে অন্তত ৬০ জন শিক্ষার্থী আহত হন। সংঘর্ষের সময় কিছু আন্দোলনকারী রামদা হাতে ছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী পাঠানো হয়।