চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে স্থানীয়দের হাতে আটক গণেশ মূর্তি (৪৩) নামে এক বিএসএফ সদস্যকে ফেরত দিয়েছে বিজিবি। পতাকা বৈঠকের মাধ্যমে বুধবার তাকে ফেরত দেওয়া হয়। জানা গেছে, সাতরশিয়া এলাকার মাঠে গরু-ছাগল চরাচ্ছিলেন এক বাংলাদেশি। একপর্যায়ে গবাদি পশুগুলো ভারতের ৭১ বিএসএফের নুরপুর ক্যাম্প এলাকায় প্রবেশ করে। এ সময় ওই বিএসএফ সদস্য গরু-ছাগলকে ধাওয়া করে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়লে স্থানীয় জনতা তাকে আটক করে। পরে বিজিবির কাছে সোপর্দ করে।