Web Analytics

বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের ২০২৬–২০২৭ মেয়াদের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর ভোটগ্রহণের কথা থাকলেও বৃহস্পতিবার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এস এ এম শওকাত হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে স্থগিতের ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভাপতি পদে সব প্রার্থী এবং সাধারণ সম্পাদক পদে একজন বাদে সব প্রার্থী অনিবার্য কারণবশত নির্বাচন স্থগিতের লিখিত আবেদন করেছেন। প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সঙ্গে আলোচনার পর নির্বাচন পরিচালনা কমিটি সর্বসম্মতিক্রমে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্বাচনের পরবর্তী পদক্ষেপ ও নতুন সময়সূচি যথাসময়ে জানানো হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, প্রার্থীদের ঐকমত্যে নেওয়া এই সিদ্ধান্ত ভবিষ্যতে আরও অংশগ্রহণমূলক ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করবে।

18 Dec 25 1NOJOR.COM

প্রার্থীদের অনুরোধে জাতীয় প্রেস ক্লাবের ২০২৬–২০২৭ নির্বাচন স্থগিত

Person of Interest

logo
No data found yet!