বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় আসছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক। তিনি পাকিস্তানের রাষ্ট্রীয় প্রতিনিধিত্ব করবেন। মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বুধবার ঢাকায় পৌঁছাবেন সরদার আয়াজ সাদিক।
এর আগে ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাইকমিশন জানিয়েছিল, ইসহাক দার নিজেই জানাজায় অংশ নিতে ঢাকায় আসবেন। হাইকমিশনের কাউন্সিলর (প্রেস) মো. ফসিহ উল্লাহ খানও বিষয়টি নিশ্চিত করেছিলেন। তবে পরে সিদ্ধান্ত পরিবর্তন করে সরদার আয়াজ সাদিককে পাকিস্তানের প্রতিনিধি হিসেবে মনোনীত করা হয়।
খালেদা জিয়ার জানাজায় নেপাল ও শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীরাও অংশ নেবেন বলে সূত্রে জানা গেছে, যা অনুষ্ঠানে আন্তর্জাতিক উপস্থিতি বাড়াবে।
খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় আসছেন পাকিস্তানের স্পিকার আয়াজ সাদিক