অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফ্রান্সেসকা আলবানিজ এবং গাজাভিত্তিক চিকিৎসকরা ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। ইউরোপীয় পার্লামেন্টের সদস্য মাতিয়াজ নেমেক ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখে নরওয়েজিয়ান নোবেল কমিটিতে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন জমা দেওয়ার পর এ ঘোষণা দেন।
নেমেক জানান, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও যুক্তরাজ্যসহ ৩৩টি দেশের প্রায় ৩০০ জন মনোনয়নদাতা এই প্রস্তাবে স্বাক্ষর করেছেন। তিনি বলেন, এই মনোনয়ন মানবিক মূল্যবোধ রক্ষায় সাহস ও দৃঢ়তার প্রতি শ্রদ্ধার প্রতীক। আলবানিজকে আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের প্রতি অটল অবস্থানের জন্য প্রশংসা করা হয়েছে। গাজার চিকিৎসক ডা. হুসাম আবু সাফিয়া ও ডা. সারা আল-সাক্কা ধ্বংসপ্রায় স্বাস্থ্যব্যবস্থার মধ্যেও জীবন রক্ষায় অবদান রাখছেন।
এই মনোনয়ন আন্তর্জাতিক সম্প্রদায়কে মানবাধিকার ও মর্যাদার প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানায়। চলমান সংঘাতে গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে ৭০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।