Web Analytics

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ১৩ জেলার পুলিশ সুপার (এসপি) কোনো জেলায় দায়িত্ব পাননি। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়, তাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), স্পেশাল ব্রাঞ্চ (এসবি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টে (সিআইডি) বদলি করা হয়েছে। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অনুষ্ঠিত লটারির মাধ্যমে ৬৪ জেলার এসপি পদে রদবদল করা হয়, যেখানে এই ১৩ জনকে কোনো জেলা দায়িত্বে দেওয়া হয়নি। লটারির সময় ভারপ্রাপ্ত আইজিপি শেখ মো. সাজ্জাত আলী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা ও প্রধান উপদেষ্টা কার্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পৃথক আদেশে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানকে পুলিশ সদর দপ্তরের ডিআইজি এবং ডিএমপি ট্রাফিক কমিশনার জিললুর রহমানকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

Card image

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।