Web Analytics

ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিদেশে থাকা ২৯৭টি বাড়ি ও ৩০টি অ্যাপার্টমেন্ট জব্দ এবং যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করা এক কোটি ডলার অবরুদ্ধের আদেশ দিয়েছেন। মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ তারিখে এই আদেশ দেওয়া হয়। দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজীর আহমেদ জানান, এসব বাড়ি যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, মালয়েশিয়া, দুবাই, কম্বোডিয়া, ভিয়েতনাম, ভারত ও ফিলিপাইনে অবস্থিত।

দুদকের উপপরিচালক মশিউর রহমানের আবেদনের পর শুনানি শেষে আদালত এই আদেশ দেন। একই দিনে সিআইডির আরেক আবেদনের পর আদালত সাইফুজ্জামানসহ ছয়জনের নামে থাকা চার কোটি ৬৪ লাখ ৬৩ হাজার ৪৫৫টি শেয়ার অবরুদ্ধেরও নির্দেশ দেয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে যুক্তরাজ্যে বসবাসরত এই সাবেক মন্ত্রী ও ব্যবসায়ীর বিরুদ্ধে অর্থপাচার ও দুর্নীতির অভিযোগে একাধিক মামলা করেছে দুদক ও সিআইডি।

এসব মামলায় আদালত তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞাও জারি করেছেন।

13 Jan 26 1NOJOR.COM

সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের ২৯৭ বিদেশি বাড়ি ও এক কোটি ডলার জব্দের আদেশ

Person of Interest

logo
No data found yet!