কুয়েট উপাচার্য প্রফেসর ড. মো. মাছুদের অপসারণের দাবিতে অনশন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। সোমবার বিকাল সাড়ে ৩টা থেকে শুরু হওয়া এ অনশন কর্মসূচি দ্বিতীয় দিনে গড়িয়েছে। ৫ শিক্ষার্থী ইতোমধ্যে অসুস্থ হয়ে পড়ে। তাদের খুলনার একটি বেসরকারি ক্লিনিক ও কুয়েট মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হয়েছে। অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে কয়েক দফা আলোচনা করেছে প্রফেসর ড. আব্দুল্লাহ ইলিয়াস আক্তার। তবে আলোচনায় কোনো সমাধান হয়নি। উপদেষ্টা মাহফুজ আলমের একদিন পর প্রতিনিধি পাঠানোর পোস্ট প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। অসুস্থতাজনিত কারণে ৫ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। ৩২ জন অনশনকারীদের মধ্যে এখন পর্যন্ত রয়েছেন ২৭ জন।