বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা পরিষদের সভাপতি শাহরিয়ার কবিরকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছে। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল-১ এর তিন সদস্যের বেঞ্চ রবিবার (৩০ নভেম্বর) এ আদেশ দেন। একই সঙ্গে আগামী ১২ জানুয়ারি তাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। গত বছরের ১৬ সেপ্টেম্বর বনানীর বাসা থেকে শাহরিয়ার কবিরকে আটক করে পুলিশ এবং পরদিন গৃহকর্মী লিজা আক্তার নিহতের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। পরবর্তীতে যাত্রাবাড়ীতে রফিকুল ইসলাম ও আরিফ নিহতের মামলাতেও তাকে গ্রেফতার দেখানো হয়। এসব মামলায় আদালত একাধিকবার রিমান্ড মঞ্জুর করেন। সর্বশেষ ট্রাইব্যুনালের এই নির্দেশ তার বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়ায় নতুন মাত্রা যোগ করেছে।
মানবতাবিরোধী অপরাধ মামলায় শাহরিয়ার কবিরকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল