ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধিত ভোটারদের তালিকা আসনভিত্তিক ভোটার তালিকার সঙ্গে মিল রয়েছে কি না তা যাচাই করবে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে নিবন্ধিত ভোটারদের তালিকা ও মূল ভোটার তালিকার সফট কপি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো হবে। যাচাই শেষে সঠিকতা নিশ্চিত হলে ইসি প্রত্যয়নপত্র দেবে। সোমবার ইসির সিনিয়র সহকারী সচিব নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।
পরিপত্রে বলা হয়েছে, বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি, সরকারি কর্মকর্তা, নির্বাচনের দায়িত্বে থাকা ভোটগ্রহণ কর্মকর্তা এবং কারাবন্দী ভোটাররা ডাকযোগে ভোট দেবেন। এই পদ্ধতিতে ভোট দিতে ইতোমধ্যে ১৫ লাখ ৩৩ হাজারের বেশি নাগরিক ইসির অ্যাপে নিবন্ধন করেছেন। জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তারা আইসিভি ও ওসিভির জন্য জলছাপযুক্ত ও ছবিসহ ভোটার তালিকা যাচাই করে ত্রুটিমুক্ত করার প্রত্যয়ন দেবেন। এসব তালিকার দুটি কপি মুদ্রণ করা হবে—একটি রিটার্নিং অফিসারের কার্যালয়ে এবং অন্যটি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সংরক্ষণে থাকবে।
তফসিল অনুযায়ী, প্রার্থিতা সংক্রান্ত আপিল নিষ্পত্তি চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত, প্রার্থিতা প্রত্যাহার ২০ জানুয়ারি, প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি, প্রচারণা শুরু ২২ জানুয়ারি এবং ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।
১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগে পোস্টাল ভোট বিডি অ্যাপের ভোটার তালিকা যাচাই করবে ইসি