Web Analytics

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসন হাইকোর্টের চার সপ্তাহের জন্য শাকসু ও হল সংসদ নির্বাচন স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেছে। সোমবার বিকেলে এই আবেদন করা হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট মো. সাদ্দাম হোসেন জানান, যথাসময়ে আবেদনের শুনানি হবে।

এর আগে সোমবার দুপুরে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে নির্বাচন স্থগিতের আদেশ দেন। দীর্ঘ ২৮ বছর পর মঙ্গলবার এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। হাইকোর্টের আদেশে তা চার সপ্তাহের জন্য স্থগিত হয়, যা ক্যাম্পাসে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে।

বিএনপিপন্থি শিক্ষকরা নির্বাচনী কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন, আর ছাত্রদল নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি চালিয়ে যায়। ইসলামী ছাত্রশিবির সতর্ক করে জানায়, নির্ধারিত তারিখে নির্বাচন না হলে দেশব্যাপী কঠোর কর্মসূচি দেওয়া হবে। শিক্ষার্থীরাও নির্ধারিত সময়ে নির্বাচন দাবিতে বিক্ষোভে অংশ নেন।

19 Jan 26 1NOJOR.COM

শাকসু নির্বাচন স্থগিতাদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে শাবিপ্রবির আবেদন

Person of Interest

logo
No data found yet!